Anubrata Mandal: সিবিআই হেফাজতে অনুব্রত, শুনশান বোলপুরের বাড়ি

2022-08-12 97

বাড়ির মালিক সিবিআই হেফাজতে। রয়েছেন নিজাম প্যালেসে। বীরভূমের বোলপুরে নিচুপটি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি এখন ফাঁকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলে রাস্তায় গাড়ি, মোটরবাইকের ভিড় লেগে থাকত। বিভিন্ন জায়গা থেকে সাক্ষাত্‍প্রার্থীরাও আসতেন। আজ সকালে সেই বাড়ির চত্বর পুরোপুরি ফাঁকা। শুধু কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন পাহারায়

Videos similaires