হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে এল কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। নিজাম প্যালেসের ১৫ তলায় রাত কাটল অনুব্রতর। রাতে ক্যাম্প খাটে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে অনুব্রতর। পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার। ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে। ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত। অনুব্রতর সঙ্গে একই ফ্লোরে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ২। একই ফ্লোরে রয়েছেন এসপি সিনহা, অশোক সাহা।