বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এক নিম্নচাপের অভিমুখ বদলের পর চোখ রাঙাচ্ছে আর এক নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।