Agnimitra on Anubrata: সিবিআই হেফাজতে অনুব্রত, ঢাক বাজালেন অগ্নিমিত্রা। Bangla News

2022-08-11 1

অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে নেমেছে বিরোধীরা। আসানসোল কোর্টে আনতেই জুতো দেখিয়ে বিক্ষোভের ছবিও সামনে এসেছে। পাশাপাশি এদিন ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন তিনি বলেন, “সারা বাংলার সন্ত্রাসের মুখকে আজ সিবিআই গ্রেফতার করেছে। যে বলেছে মেরে শুটিয়ে দেব, যে বলেছে বোমা মারব, গুড়-বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছে মানুষকে ভয় দেখাতে। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী, মহিলাদের ধর্ষণের দায়ী, মুখ্যমন্ত্রী আশকারায় এই কাজ করেছে। পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছে, এর সঙ্গে গোটা তৃণমূল জড়িত। তৃণমূলের নেতৃত্ব বলছে, সব তৃণমূল চোর নয়। আপনারা শুধু চোর নয়, ডাকাত।’’

Videos similaires