গুড়-বাতাসা, নকুলদানা থেকে চড়াম চড়াম ঢাক। বিভিন্ন সময়ে, অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে এইসব শব্দবন্ধ। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারির পর, বিরোধীরা কোথাও নকুলদানা, বাতাসা বিলি করল, কোথাও ঢাক বাজাল। সারাদিনের রাজনৈতিক চাপানউতোরেও বারবার ফিরে এল গুড়-বাতাসা থেকে নকুলদানা।