এই মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই বোলপুরের ক্যাম্প অফিসে পৌঁছে গিয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় গোয়েন্দারা বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেছেন। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চাইবে সিবিআই।খবর সূত্রের।