Howrah Murder: পারিবারিক বিবাদের জেরে ৪জনকে নৃশংসভাবে কুপিয়ে খুন! হতবাক করে দেওয়ার মতো ঘটনা, মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্য়সাচী মিত্র। Bangla News

2022-08-11 101

পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি, ভাসুর, জা ও ভাসুরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী ঘোষ। পলাতক তাঁর স্বামী দেবরাজ। হতবাক করে দেওয়ার মতো ঘটনা। মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্য়সাচী মিত্র।

Videos similaires