গল্ফগ্রিন থানার পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, সার্জেন্ট সাসপেন্ড। দীপঙ্কর সাহার মৃত্যুতে গল্ফগ্রিন থানার সার্জেন্ট, কনস্টেবল সাসপেন্ড। প্রথমে ক্লোজ, পরে সাসপেন্ড গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাঙ্গ। প্রথমে ক্লোজ, পরে সাসপেন্ড গল্ফগ্রিন থানার কনস্টেবল তৈমুর আলি। নিষ্ক্রিয় করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকেও।