SSC Scam: 'প্রকৃত বিচার আমরা পেলে সবচেয়ে বেশি ভাল লাগবে', প্রতিক্রিয়া আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্-র I Bangla News

2022-08-10 81

'শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহার মতো দুর্নীতিবাজ মানুষের জন্যই আমাদের জীবন থেকে স্বপ্নগুলো হারিয়ে গেছে। সেই পরিস্থিতিতে যখন এঁদের গ্রেফতার করা হচ্ছে তখন খানিকটা হলেও আমরা শান্তি পাচ্ছি। তবে আমরা প্রকৃত বিচারটা পেলে সবচেয়ে ভাল লাগবে।' নিয়োগ দুর্নীতি মামলায় ২ প্রাক্তন এসএসসি কর্তার গ্রেফতারির পর প্রতিক্রিয়া  আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্-র।

Videos similaires