SSC Scam: তৃণমূলের সবাই চোর নয়: ফিরহাদ হাকিম । Bangla News

2022-08-10 1,634

‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা। অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত? বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে। অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন? পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর। সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে অধীর চৌধুরী, আবু হেনা, সূর্যকান্ত মিশ্রর। নাম আছে অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, নেপাল মাহাতোরও। অর্ধ সত্য তালিকা প্রকাশ করে তৃণমূল নেতাদের আক্রমণ করছে সিপিএম-কংগ্রেস। আদালতের রায় নিয়ে মন্তব্য নেই। সেই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব’ ‘২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে’। আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ১৩ বাম নেতার। আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ৯ কংগ্রেস নেতার। সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম ৪ বিজেপি নেতারও, সম্পত্তি বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা তৃণমূলের।

Videos similaires