অনুব্রত মণ্ডলের চিকিৎসা-বিতর্কের মধ্যেই ‘উধাও’ বোলপুর হাসপাতালের সুপার। তাঁর কোয়ার্টারে তালা, রয়েছে গাড়ি, কিন্তু খোঁজ নেই সুপারের। সুপার বুদ্ধদেব মুর্মুর নামে বিস্ফোরক চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন বলে দাবি।