Bratya Basu: 'কেবল ১৯ জন তৃণমূলের নেতা-মন্ত্রী নন, সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে কংগ্রেস-সিপিএমেরও', বলছেন ব্রাত্য

2022-08-10 427

‘পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত’। ‘কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর’। ‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি’। ‘আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি’। ‘রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়’। ‘এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা’। ‘অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত?’। ‘বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে’। ‘অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন?’

Videos similaires