Bihar Political Update: পাটলিপুত্রে পালাবদল, মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে। এইমুহূর্তের কী খবর? Bangla News

2022-08-10 204

পাটলিপুত্রে পালাবদল, মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে। একটু পরেই অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হিসেবে শপথ নেবেন লালু-পুত্র তেজস্বী: সূত্র। আজ দুপুরে রাজভবনে শপথ নেবেন নীতীশ-তেজস্বী। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল জেডিইউ, আরজেডি। তাঁদের সঙ্গে রয়েছেন ১৬৪ জন বিধায়ক, দাবি নীতীশের। নীতীশের খেলায় রাতারাতি শাসক থেকে বিরোধী বেঞ্চে বিজেপি। সদ্য প্রাক্তন জোটসঙ্গীকে বিশ্বাসঘাতক তকমা বিজেপির। আজ বিহারে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করছে বিজেপি

Videos similaires