সিবিআইয়ের ডেডলাইন পার, হাজিরা দিলেন না অনুব্রত। অসুস্থতার কারণ দেখিয়ে আজও হাজিরা এড়ালেন অনুব্রত। এবার সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী?। এবার কি আদালতের দ্বারস্থ হবে সিবিআই?। গরুপাচার মামলায় দশবার তলবে ১ বার হাজিরা অনুব্রতর। বারবার শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। আদালতে যাবে সিবিআই নাকি ফের তলব অনুব্রতকে?। নাকি বাড়ি গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা?। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর