Jharkhand News: ঝাড়খণ্ডে ধৃত বিধায়কের বাড়িতে তল্লাশি, বাজেয়াপ্ত নগদ ৫ লক্ষ টাকা, স্করপিও গাড়ি
2022-08-10 170
ঝাড়খণ্ডের গ্রেফতার হওয়া বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়িতে তল্লাশি সিআইডির। বাজেয়াপ্ত নগদ ৫ লক্ষ টাকা ও একটি স্করপিও গাড়ি। এই গাড়িতেই ২১ জুলাই ৭৫ লক্ষ টাকা কলকাতা থেকে নিয়ে যান ইরফান: সূত্র