আজও শো-স্টিলার রামইয়া! বাড়তি পাওনা বিজয়

2022-08-09 0



বয়স ৫০-এর কোঠা পেরিয়েছে। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত ২৬০টির বেশি এবং পাঁচটি ভাষার ছবিতে অভিনয় করেছেন রামইয়া। আজও তিনি ক্যামেরার সামনে আসা মানে চলকে পড়ে গ্ল্যামার। এককথায় এভারগ্রিন বিউটি। অন্যদিকে আজকের হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা। সব মিলিয়ে জমজমাট লাইগার ফ্রেম।