ফের অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। কাল সকাল ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কী করবেন অনুব্রত মণ্ডল? হাজিরা দেবেন, নাকি ফের হাজিরা এড়াবেন? আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন CBI’এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর।