Malda : গঙ্গা-গর্ভে তলিয়ে গেল মালদার প্রাথমিক বিদ্যালয়ের একাংশ, এবার কোথায় পঠনপাঠন ?

2022-08-09 79

গঙ্গা-গর্ভে তলিয়ে গেল মালদার নারায়ণপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। এবার কোথায় হবে পঠনপাঠন? চিন্তায় শতাধিক পড়ুয়ার অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সেচ প্রতিমন্ত্রী। ভাঙন রোখার দায় কার? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

Videos similaires