বিজেপির আগ্রাসী রাজনীতির জন্যই এনডিএ ছাড়লেন নীতীশ কুমার? এমনটাই মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল। দিল্লি থেকে পাটনার উদ্দেশে রওনা হলেন বিজেপি নেতারা। এদিকে, আরজেডি ও কংগ্রেসের উপস্থিতিতে মহাজোটের নেতা নির্বাচিত নীতীশ কুমার। নীতীশ কুমারের মহাজোটকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত বামেদের। নীতীশ কুমারের সঙ্গে জিতন রাম মাজির দলও।