টার্গেট ১২২, বিহারে এবার আরজেডি-কংগ্রেস-জেডিইউ সরকার? বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইস্তফা দিয়েই রাবড়ি দেবীর বাসভবনে গেলেন নীতীশ কুমার। রাবড়ী দেবীর বাসভবন বেরিয়ে একসঙ্গে নীতীশ, তেজস্বী, কংগ্রেসের পর্যবেক্ষক। নীতীশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন তেজস্বী যাদব। রাজভবনে যাচ্ছেন তেজস্বী যাদব। আরজেডি ও কংগ্রেসের উপস্থিতিতে মহাজোটের নেতা নির্বাচিত নীতীশ কুমার।