টার্গেট ১২২, বিহারে এবার আরজেডি-কংগ্রেস-জেডিইউ সরকার? বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল’, ‘সাংসদ-বিধায়করা সবাই এনডিএ ছাড়তে বলেছিল’। বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে গেলেন নীতীশ কুমার।