অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়ে ট্যুইটে কটাক্ষ অনুপম হাজরার। ‘এতদিন জানতাম সরকারি চিকিৎসা পেতে হলে রোগীকে সরকারি হাসপাতালে যেতে হয়’, ‘কিন্তু এসএসকেএম-প্রত্যাখ্যাত সুস্থ প্রভাবশালী নেতার ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টো’, ‘বোলপুর হাসপাতালের চিকিৎসকরা ডিউটি আওয়ার্স ছেড়ে বাড়িতে এসে পরিষেবা দিচ্ছেন’, ‘সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বাড়িতে এসে চিকিৎসকদের পরিষেবা’। ‘আর পাঁচজন অসুস্থের পরিষেবায় কি বাড়ি বাড়ি যাবেন এই চিকিৎসকরা?’, অনুব্রত মণ্ডলের চিকিৎসা নিয়ে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার।