মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, ধাক্কা খেল বিজেপি। বিহারে বিজেপির সঙ্গ ছাড়ল নীতীশের জেডিইউ। বিকেল চারটেয় রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ নীতীশের। বিহারে বিজেপির বিরুদ্ধে একজোট নীতীশ-তেজস্বী, খবর সূত্রের। উপমুখ্যমন্ত্রী হতে পারেন তেজস্বী যাদব, খবর সূত্রের। নীতীশ-তেজস্বী একসঙ্গে যেতে পারেন রাজভবনে, খবর সূত্রের। ‘ভাইকে রাজতিলক পরাতে তৈরি হোন’, ট্যুইট করে আরজেডি কর্মীদের আহ্বান লালু-কন্যার। প্রসঙ্গত, ২৬ জুলাই ২০১৭: বিহারে বিজেপি জেডিইউ জোট। ৯ অগাস্ট, ২০২২: জেডিইউ-বিজেপি জোটে ভাঙন।