Ananda Sakal iv: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আগামীকাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। Bangla News

2022-08-09 40

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আগামীকাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন সিবিআই অফিসাররা। খবর সূত্রের। গতকাল তলব সত্ত্বেও গতকাল সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে। 

Videos similaires