Tamluk program: ভারত ছাড়ো আন্দোলনের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে তমলুকে কর্মসূচি বিজেপি ও তৃণমূলের। Bangla News

2022-08-09 45

ভারত ছাড়ো আন্দোলনের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে তমলুকে কর্মসূচি বিজেপি ও তৃণমূলের। হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীর পদযাত্রার রুট পরিবর্তন করা হয়। প্রস্তাবিত তমলুকের মানিকতলা মোড়ের পরিবর্তে আজ তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্গভীমা মন্দির হয়ে ডানপুকুরে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করার কথা বিরোধী দলনেতার। পাশাপাশি, তৃণমূলের তরফেও ভারত ছাড়ো আন্দোলনের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ পদযাত্রার আয়োজন করা হয়। মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে পদযাত্রায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। 

Videos similaires