চাকরির পর এবার দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ। ভগবানগোলায় তৃণমূল বিধায়কের বাড়িতে কর্মীদেরই তাণ্ডব। দলীয় পদ দিতেও টাকা? অভিযোগ উড়িয়ে দলেরই নেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূল বিধায়কের। শুধুই তোলাবাজি, খোঁচা বিজেপির। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর উল্লেখ। তৃণমূল জেলা সভাপতির নাম করেই টাকা আসত সায়গলের মাধ্যমে, দাবি সিবিআইয়ের। দেহরক্ষী সায়গল হোসেনের ফোনেই গরু হাটের মালিকের সঙ্গে কথা হত অনুব্রত মণ্ডলের। চার্জশিটে কল রেকর্ড ডিটেলস দিয়ে দাবি সিবিআইয়ের