বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের পর কলকাতায় ফিরলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের তরুণ অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। সোনালি সাফল্যের নেপথ্যে রয়েছে হার না মানা লড়াই।