ষাঁড়ের ট্রেন সফর। লোকাল ট্রেনে ষাঁড় দেখে আতঙ্কিত যাত্রীরা। দিনদুয়েক আগে মালদা ডিভিশনের ঘটনা। ভাইরাল ভিডিও দেখে টনক নড়ে রেল কর্তৃপক্ষের। ভিডিও-তে দেখা যায়, মির্জা চৌকি স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠে একটি ষাঁড়। সাহেবগঞ্জ স্টেশনে নেমে যায়। রেলের কামরায় ষাঁড় দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেলের তরফে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, খতিয়ে দেখে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। এর আগে ৭ এপ্রিল, শিয়ালদা থেকে ডায়মন্ডহারবারগামী লোকালে ওঠে ঘোড়া। দক্ষিণ দুর্গাপুর থেকে উঠে নেমে যায় নেত্র স্টেশনে। ওই ঘটনায় গ্রেফতার হন ঘোড়ার মালিক।