Park Street Firing : খারাপ হয়েছে, উচিত হয়নি, জাদুঘরকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান

2022-08-08 74

জাদুঘর গুলিকাণ্ডে নতুন তথ্য। পুলিশের দাবি, জেরায় অক্ষয় জানিয়েছেন, ডিউটির সময় ঘুমিয়ে পড়ার ছবি তুলে রেখেছিলেন এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গি। মোবাইলের ক্যামেরায় তোলা ছবি সহকর্মীদের দেখিয়েছিলেন। ওই ছবি দেখিয়ে অক্ষয়কেও ভয় দেখাতেন রঞ্জিত। সেই রাগেই রঞ্জিতকে নিশানা করেছিলেন, জেরায় দাবি ধৃত CISF জওয়ানের।   

Videos similaires