সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে CISF-এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। কী থেকে যে কী হয়ে গেল? মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের। অন্যদিকে, জখম অ্যাসিস্টান্ট CISF কমাডান্ট সুবীর ঘোষ বিপন্মুক্ত হলেও উৎকন্ঠায় পরিজনরা।