'ধাতস্থ হয়ে গুরুত্ব দিয়ে পরিস্থিতি বুঝুন পার্থ। বারবার হেঁয়ালি করে ষড়যন্ত্রের কথা না বলে সত্যি কথা বলুন। কে টাকা দিয়েছিল, সত্যি বলুন পার্থ। আজ নয় কাল, সত্যি তো বেরোবেই', এবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা মদন মিত্রর।