সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে CISF-এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। আদতে ওড়িশার ঢেঙ্কানলের বাসিন্দা হলেও কয়েকবছর ধরে সপরিবার কুদঘাটে ভাড়া থাকতেন রঞ্জিত। বাড়িতে দুই সন্তান ও স্ত্রী। এভাবে বিপর্যয় নেমে আসায় গোটা পরিবার হতচকিত। এলাকাতেও শোকের ছায়া। সকালে নিহত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন CISF-এর আধিকারিকরা।