Park Street Shootout: কখন? ঠিক কোথায় চলেছিল গুলি? Bangla News
2022-08-07
36
ঘাতক সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে এক এএসআইয়ের। গুলি চলে অন্তত ১৫ রাউন্ড। দেওয়াল ফুঁড়ে গেছে বুলেট। ঘটনাস্থলের এক্সক্লুসিভ ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত।