নদিয়ার চাকদা থানা এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা CISF কমাডান্ট সুবীর ঘোষ। আজই তাঁর গ্রামের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গতকাল ভারতীয় জাদুঘরে CISF-এর ব্যারাকে হেড কনস্টেবলের গুলিতে জখম হন সুবীর। খবর পেয়ে রাতেই কলকাতায় যান ভাই সরোজ ঘোষ। সুবীর সস্ত্রীক থাকেন ভারতীয় জাদুঘরে CISF কমপ্লেক্সে। একমাত্র ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। পরিবার সূত্রে খবর, খেলাধুলোয় ভালো ছিলেন সুবীর। আশির দশকে যোগ দেন CISF-এ। অবসরের মুখে দাঁড়িয়ে এই ঘটনায় চিন্তিত তাঁর পরিবার।