Park Street Shoot Out: ‘দুই-আড়াই মাস ধরে ইন্সপেক্টরের হাতে হেনস্থার শিকার’, দাবি ধৃত সিআইএসএফ জওয়ানের
2022-08-07 81
দু’ থেকে আড়াই মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন। দাবি ভারতীয় জাদুঘরে বার্স্ট ফায়ারের ঘটনায় ধৃত CISF-এর হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রর। গতকাল ভরসন্ধেয় CISF-এর ব্যারাকে AK 47 রাইফেল থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন অক্ষয়।