Park Street Shoot Out: জাদুঘরে এলোপাথাড়ি গুলি, রাতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল

2022-08-07 75

জাদুঘরে এলোপাথাড়ি গুলি। রাতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। পরে নিউ মার্কেট থানায় গিয়ে তারা CISF-এর গাড়িটিকেও পরীক্ষা করে। অন্যদিকে, ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের পরেই উল্টোদিকে MLA হস্টেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের QRT ভ্যান। 

Videos similaires