Rabindranath Tagore: বাইশে শ্রাবণের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, অদেখা এক ছবির মুখোমুখি হল তিলোত্তমা

2022-08-07 2

সৃষ্টির ৮৬ বছর পর প্রথমবার প্রকাশ্যে। বাইশে শ্রাবণের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, কখনও না দেখা এক ছবির মুখোমুখি হল তিলোত্তমা। ১৯৩৬ সালে এই ছবি চিত্রশিল্পী অতুল বসুকে উপহার দিয়েছিলেন রবি ঠাকুর। দেবভাষা গ্যালারিতে সোমবার পর্যন্ত দেখা যাবে এই ছবি। 

Videos similaires