Kunal Ghosh : পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের জেরে কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল।Bangla News

2022-08-06 198

কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের জেরে ‘সেন্সর’। পার্থর বিষয়ে মুখে লাগাম টানতে নির্দেশ কুণালকে, খবর তৃণমূল সূত্রে। ‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে’, ‘আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়’, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশের পর মন্তব্য করেন কুণাল।

Videos similaires