ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলি, একজনের মৃত্যু। সেন্ট্রির কাছ থেকে রাইফেল ছিনতাই করে এলোপাথাড়ি গুলি হেড কনস্টেবলের। চলল প্রায় ১৫ রাউন্ড, ঢুকল কলকাতা পুলিশের কম্যান্ডো বাহিনী। সিআইএসএফ ব্যারাক ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ, বুলেট প্রুফ জ্যাকেট পরে ঢুকল পুলিশ। প্রায় ১ ঘণ্টা পরে নিরস্ত্র করে আটক করা হল হামলাকারী জওয়ানকে।