মাঝরাতে খাদ্য দফতরে আলো জ্বালিয়ে পরেশ অধিকারীর দুর্নীতি সংক্রান্ত নথি পাচারের চেষ্টা, অভিযোগ বিজেপির। কোচবিহারের মেখলিগঞ্জে মহকুমা খাদ্য দফতরে তালা মেরে সরকারি আধিকারিকদের আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে আধিকারিকদের উদ্ধার করে। বিজেপির অভিযোগ, একসময় খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। তাঁর দুর্নীতি সংক্রান্ত প্রমাণ লোপাট করতেই নথি পাচারের চেষ্টা চলছিল। অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযোগ প্রমাণ না করতে পারলে বিজেপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, হুঁশিয়ারি মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর।