Partha Chatterjee : প্রেসিডেন্সি জেলে পার্থর প্রতিবেশী শ'দেড়েক হাইপ্রোফাইল বন্দি, ব্যবহার করতে হচ্ছে কমন শৌচাগার !

2022-08-06 1,890

প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেল ব্লকের ২ নম্বর ঘরে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। জেলের পরিভাষায় ওই সেলকে বলা হয় পয়লা বাইশ। পাশের সেলে পার্থর প্রতিবেশী রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু, সারদা-কর্তা সুদীপ্ত সেন, ছত্রধর মাহাতো, আইএস জঙ্গি মুসা, আফতাব আনসারি ও তার ঘনিষ্ঠ জামালউদ্দিন আনসারি-র মতো শ দেড়েক হাইপ্রোফাইল বন্দি। কমন শৌচাগার ব্যবহার করছেন পার্থ, তবে রয়েছে কমোডের ব্যবস্থা।

Videos similaires