Bihar : দানাপুরে গঙ্গার উপর নৌকায় বিস্ফোরণ, অন্তত ৪ জনের মৃত্যু, জখম অনেকে

2022-08-06 51

বিহারের দানাপুরে গঙ্গার উপর নৌকায় বিস্ফোরণ। নৌকার উপর রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু, জখম অনেকে। বিস্ফোরণে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নৌকায় ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। গ্যাস লিক করে বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। গঙ্গার ধার থেকে অবৈধভাবে বালি তুলে এই সমস্ত নৌকায় নিয়ে যাওয়া হয়। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

Videos similaires