নেটফ্লিক্সে মুক্তি পেল আলিয়া ভট্ট, শেফালি শাহ, বিজয় বর্মা অভিনীত ফিল্ম ‘ডার্লিংস’। নতুন এই ফিল্ম নিয়েই আড্ডা জমালেন আলিয়া, শেফালি এবং বিজয়। সিনেমা থেকে আলিয়ার মাতৃত্ব, নানা প্রসঙ্গ উঠে এল আড্ডায়। কোন কথায় হোঁচট খেয়ে হাসির হিল্লোল তুললেন আলিয়া?