পরবর্তীকালে মানুষের সেবায় ব্রতী হবেন তাঁরা। এরজন্য চাই সঠিক প্রশিক্ষণ। SBIHM কলেজ নিপুণতার সঙ্গে সেই কাজই করে চলেছেন প্রতিনিয়ত। সুষ্ঠভাবে কি করে করা যায় এই ক্যাম্প থেকে তারই পাঠ নিল SBIHM-র ছাত্রছাত্রীরা।