বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই জেরা পার্থ অর্পিতাকে জেরা শুরু করে ইডি আধিকারিকরা। জেরায় উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এমনটাই ইডি সৃত্রের খবর। জানা যায় অপা ইউটিলিটিজ সার্ভিসেস নামে একটি সংস্থার কথা জেরায় জানিয়েছে অর্পিতা।