Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ফের তোলা হবে আদালতে

2022-08-05 43

ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ফের তোলা হবে আদালতে। ইডি সূত্রে খবর, এবার জেল হেফাজতের আবেদন জানানো হবে। তার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য আজ ফের দু’জনকে নিয়ে যাওয়া হল জোকা ইএসআই-তে। ইডি সূত্রে দাবি, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, জেরায় সহযোগিতা করেননি পার্থ। আদালতে এই বিষয়টি আজও জানানো হবে বলে ইডি সূত্রে খবর। নিয়মমাফিক আজ মেডিক্যাল টেস্টের জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ESI হাসপাতালে।

Videos similaires