Rahul Gandhi: দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়: রাহুল গাঁধী

2022-08-05 14

সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। অভিযোগ রাহুল গাঁধীর। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "বিরোধীরা দেশের আইনব্যবস্থা, বিচারবিভাগের ভরসায় লড়ে। দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়। দেশে ৪ জন যা ইচ্ছে তাই করছেন। প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে। যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার উপর আক্রমণ হবে।''

Videos similaires