তোলাবাজির অভিযোগে ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারের বিপুল সম্পত্তির হদিশ। রাঁচিতে আইনজীবীর বাড়ি, অফিস-সহ ৩টি জায়গায় কলকাতা পুলিশের তল্লাশি । মিলেছে কালো ডায়েরি, খবর পুলিশ সূত্রে। টাকা লেনদেনের তথ্য ডায়েরিতে, দাবি পুলিশের। ওই আইনজীবীর রাঁচিতে তিনতলা বাড়ি ছাড়াও রয়েছে ১৬টা ফ্ল্যাট, খবর সূত্রের। রাঁচি থেকে ৩০ কিলোমিটার দূরে ৭ একর জায়গা জুড়ে আছে ফার্ম হাউসও, খবর সূত্রের। ওই আইনজীবীর ফ্ল্যাট নয়ডায়, অফিস গ্রেটার কৈলাসে, দাবি কলকাতা পুলিশের । কীভাবে এই বিপুল সম্পত্তি? টাকার উত্সই বা কী? খতিয়ে দেখছেন তদন্তকারীরা