মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর GST বৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আজ দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন চলো কর্মসূচি পালনের ডাক কংগ্রেসের। ২৪ নম্বর আকবর রোডে দলের সদর দফতর থেকে প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। সকাল থেকে দলের সদর দফতরের সামনে নেতা, কর্মীদের জমায়েত। বিক্ষোভ আটকাতে তত্পর দিল্লি পুলিশ। গোটা আকবর রোড মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। একই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন চলো অভিযানে অংশ নেবেন কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। অন্যদিকে, যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিকের কারণে কোনওরকম বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে দিল্লি পুলিশ জানিয়েছে।