বৃহস্পতিবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসাবাদ করল ইডি। আর এদিনই কংগ্রেসের সদর দফতরের রাস্তা ব্যারিকেড করা নিয়ে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধী। তাঁর চ্যালেঞ্জ, এভাবে ভয় দেখিয়ে কংগ্রেসকে চুপ করানো যাবে না। বিজেপি অবশ্য রাহুলের অভিযোগে গুরুত্ব দিচ্ছে না। তাঁকে পার্ট টাইম নেতা বলে কটাক্ষ করেছেন পদ্ম শিবিরের নেতারা।